বিশ্ব ব্যাংকের দেশসেরা অ্যাওয়ার্ড পেল নীলফামারী পৌরসভা
নীলফামারী করেসপন্ডন্ট :
বিশ্ব ব্যাংকের প্রকল্পে দেশ সেরা ‘চ্যাম্পিয়ন সিটি’ খেতাব অর্জন করেছে নীলফামারী পৌরসভা।
গত ২৯.১০.১৭ বিকেলে রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড গ্রহণ করেন নীলফামারী পৌরসভা মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে চ্যাম্পিয়ন ওয়ার্ড নেন নীলফামারী পৌরসভা মেয়র।
সূত্র জানা যায়, বিশ্ব ব্যাংকের ‘সেন্টার অব এক্সিলেন্স ফর আরবান ডেভেলপমেন্ট(সিইইউডি) প্রকল্পের আয়োজনে দেশের ৩২৬টি পৌরসভার কাছ থেকে চারটি বিষয়ের উপর অ্যাওয়ার্ড প্রদানের জন্য আবেদন আহ্বান করে।
জুরি বোর্ডের যাচাই-বাছাই ও বিশ্লেষণে ফুটে উঠে নীলফামারী পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা, প্রশাসনিক দক্ষতা এবং জনপ্রতিনিধি হিসেবে মেয়রদের সামগ্রিক ভূমিকা।
প্রকল্পের ‘প্র্যাকটিস অফ সিটিজেন এঙ্গেজমেন্ট’ ক্যাটাগরিতে দেশসেরা নির্বাচিত হয় নীলফামারী পৌরসভা।
নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ নতুনসময়-কে জানান, বিশ্বব্যাংকের উদ্যোগে ২৮ অক্টোবর ‘সিটিজ ফোরাম, বিল্ডিং নলেজ নেটওয়ার্ক অ্যান্ড পার্টনারশিপস ফর সাসটাইনাবেল আরবান ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ বিষয়ক দু’দিনের সেমিনার শুরু হয়।
গত ২৯.১০.১৭ সমাপনী অনুষ্ঠানে দেশসেরা অ্যাওয়ার্ড দেয়া হয় সেখানে।
তিনি বলেন, শনিবার সেমিনারের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী।
এদিকে মেয়র দেওয়ান কামাল আহমেদ চ্যাম্পিয়ন সিটি ২০১৭ অর্জন উৎসর্গ করেছেন নীলফামারী পৌরসভার সকল নাগরিকদের।