মালয়েশিয়ায় কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও প্রতারক।
নতুন ভাবে ভিসা করে দেওয়ার নামে মালয়েশিয়া প্রবাসি শ্রমিকদের এবং বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া নিয়ে আসার কথা বলে অনেকের কাছ থেকে প্রায় কোটি টাকা নিয়ে এক প্রতারক উধাও হয়েছে বলে জানা গেছে।
প্রতারকের নাম মোহাম্মদ ওয়াহেদুল আলম সোহাগ(২৫)।বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার নয়াগোলাহাট এলাকায় তার বাড়ি। তার পিতার নাম মোহাম্মদ আফজাল হোসেন। তার পাসপোর্ট নং এএফ৭৮০১১৩৩।
ভুক্তভোগী শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, প্রতারক সোহাগ অনেক দিন ধরে মালয়েশিয়ায় ছাত্র পাঠানোর নামে ব্যবসা করতো এবং মালয়েশিয়া সরকার ঘোষিত রিহ্যারিং কর্মসূচিতে অবৈধ শ্রমিকদের বৈধ করণ ও ইকার্ড করে দেওয়ার নামে প্রায় ৫০ জন শ্রমিকের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক সোহাগ।
এ ছাড়াও বাংলাদেশ থেকে ৮০ জন ছাত্রকে মালয়েশিয়ায় নিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে প্রায় ৪৭ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক সোহাগ।
প্রতারক সোহাগের বিরুদ্ধে মালয়েশিয়ার চেরাস থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীরা ও মালয়েশিয়ার পুলিশ এখন তাকে খুঁজছে।