মিয়ানমারের বিরুদ্ধে প্রস্তাব আনতে না পারা জাতিসংঘের ব্যর্থতা
তিন দফা উদ্যোগ নিয়েও নিরাপত্তা পরিষদের মিয়ানমারের বিরুদ্ধে প্রস্তাব আনতে না পারা জাতিসংঘের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিনস।
তবে তাদের প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় আয়োজিত ডি-ক্যাব টক-এ এ কথা বলেন ওয়াটকিনস।
তিনি আরো বলেন, মানসিকতার পরিবর্তন না হলে আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হবে না।
রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় জাতিসংঘ সর্বাত্মক সহায়তা করবে বলেও জানান তিনি।
এছাড়া বাংলাদেশে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় জাতিসংঘ বলেও জানান সংস্থাটির এ কর্মকর্তা।