চট্টগ্রাম রেলওয়ে শ্রমিক লীগের উদ্যেগ্যে জেল হত্যা দিবস পালিত
কে এম রুবেল চট্টগ্রাম প্রতিনিধি: গতকাল শুক্রবার বিকাল ৩ঘটিকার সময় চট্টগ্রাম রেলওয়ে শ্রমিক লীগের উদ্যেগ্যে চট্টগ্রাম রেলওয়ের নতুন ষ্টেশনে জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচান সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রিয় যুগ্ম সাধারন সম্পাদক জনাব আলহাজ¦ সফর আলী। সভায় সভাপত্বি করেন বাংলাদেশ শ্রমিক লীগ চট্টগ্রাম ষ্টেশন শাখার সভাপতি এস এম জাহাঙ্গীর। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫নং বাগমনিরাম এর কাউন্সির জনাব মো: গিয়াস উদ্দিন, মহানগর যবলীগের সদস্য মো: হাবিবুল্যাহ ভাস্কাৎর, সংরস্খিত মহিলা কাউন্সিলর জনাবা আদিবা আজাদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রিয় প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মো: সিরাজুল ইসলাম, চট্টগ্রাম রেলওয়ে শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো: কামাল পারভেজ বাদল, যুগ্ম সাধারন সম্পাদক মো: ইমরান হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মো: মহসিন, মো: সুজন, মো: জামাল উদ্দিন, মো: আরিফ, মো: অলি সহ আরো অনেকে। উক্ত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যতদিন পর্যন্ত শেখা হাসিনা সরকার বাংলার মাটিতে ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে সহ প্রত্যেক অঙ্গনে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বক্তারা আরো বলেন জাতীয় ৪ নেতাকে হত্যা করে বাংলাদেশে এক কালো অধ্যায় রচনা করেছে। সভায় জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধ্যা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।