আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে : ওবায়দুল
বিএনপির সঙ্গে আলোচনাকে নাকচ করে দিয়ে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে— বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার বিকেলে শোকাবহ জেলহত্যা দিবস স্মরণে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনয়াতনে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের নেপথ্যের কুশীলবদের বিচারের আওতায় আনতে হবে। নাশকতার পথে যাচ্ছেন বিএনপি নেত্রী। এবার এ পথে গেলে পরিণতি ভালো হবে না। আর মামলা আইনিভাবেই মোকাবেলা করতে হবে খালেদা জিয়াকে।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আবারো বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে, তবে কোন ষড়যন্ত্র সফল হবে না। আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আর সেক্ষেত্রে কোন তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকারের সুযোগ নেই।
গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।