মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে— বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরো'র ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইমন হেনশ।
শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি আরো বলেন, আগামীতে আরো চাপ সৃষ্টি করা হবে।
বাংলাদেশের প্রশংসা করে সাইমন হেনশ বলেন, বাংলাদেশের মতো একটি ছোট দেশ বিপুল সংখ্যক মানুষকে আশ্রয় দেয়া নজিরবিহীন।
এ সংকট কালে বাংলাদেশের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তিনি। এর আগে সকালে ২২ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন সাইমন হেনশ।