সমবায় দিবসে কাপাসিয়ায় র্যালি ও আলোচনা সভা
আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :
‘‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’’ স্লোগানে গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। ৪ নভেম্বর শনিবার দুপুর ১২ টায় এ অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, ভাইস চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, অধ্যক্ষ তাজ উদ্দীন, ইঞ্জিনিয়ার হামিদুল হক, কেন্দ্রীয় সমবায়ের চেয়ারম্যান সোলায়মান সরকার, সমবায় অফিসার আতাউর রহমান, ওসি অপারেশন মনিরুজ্জামান খান, সাংবাদিক নুরুল আমীন সিকদার, সমবায়ী কামাল হোসেন প্রমুখ।
সভায় শ্রেষ্ঠ সমবায়ী সংগঠন হিসেবে ইকরাম পাল্টিপারপাস, সবুজ বাংলা বহুমূখী সমবায় সমিতি, শ্যামল বাংলা মাল্টিাপারপাস, উদ্দীপণ মাল্টিপারপাস, শীতলক্ষা ঋণ দান সমবায় সমিতিকে পুরস্কার দেওয়া হয়। পরে ম্যাজিক বাউলিয়ানা শিল্পী মাসুমা সুলতানা সাথী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।