গোপালগঞ্জের বীণাপাণি বালিকা বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত
মো: হাচিবুর রহমান ,গোপালগঞ্জ : গোপালগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। ১৯৩৮ সাল থেকে গোপালগঞ্জ জেলার মধ্যে নারী শিক্ষা বিস্তারে এ শিক্ষা প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করলেও বর্তমানে শিক্ষক সংকটের কারণে শিক্ষার মান নেমে যাওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা।
বিদ্যালয়ের অফিস সূত্রে জানা গেছে, ৫২ জন শিক্ষক থাকার কথা রয়েছে। সেখানে সহকারী শিক্ষক রয়েছেন মাত্র ২৯ জন। এর মধ্যে ভৌত বিজ্ঞান বিষয়ে ৪ জনের মধ্যে একজন শিক্ষকও নেই। জীব বিজ্ঞানে ৪ জনের মধ্যে আছেন দু’জন, বাংলার ৮ জনের মধ্যে দু’জন, ধর্মীয় শিক্ষায় ৪ জনের মধ্যে একজন, ইংরেজিতে ৮ জনের মধ্যে ৬ জন, সামাজিক বিজ্ঞানে ৪ জনের মধ্যে ২ জন শিক্ষক রয়েছেন। এ ছাড়া একজন প্রধান শিক্ষক ও ২ জন সহকারী প্রধান শিক্ষক প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। সহকারী প্রধান শিক্ষকের একজন ডেপুটেশনে ঢাকায় রয়েছেন। অপর সহকারী প্রধান শিক্ষক এক বছরের মেডিকেল লিভ নিয়েছেন। ওই বিদ্যালয়ের প্রভাতি শাখায় ৬২০ জন ও দিবা শাখায় ৫০২ শিক্ষার্থী রয়েছে। শিক্ষক সংকটের কারণে প্রত্যক শিক্ষক অতিরিক্ত ক্লাস নিচ্ছেন। এ ছাড়া শিক্ষদের সংশ্লিষ্ট বিষয়ের বাইরেও পাঠদান করতে হচ্ছে।
বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মানসী বিশ্বাস, নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমনা আকতার নয়ন মণি বলে, বিজ্ঞান বিষয়সহ অন্যান্য বিষয়ের শিক্ষক সংকট রয়েছে। তার পরও শিক্ষকরা অতিরিক্ত পাঠদান করে বিদ্যালয় চালিয়ে নিচ্ছেন। এ ছাড়া এক বিষয়ের শিক্ষক অন্য বিষয়ে পাঠদান করছেন।
এক শিক্ষার্থীর অভিভাবক সৈয়দ মুরাদুল ইসলাম বলেন, অর্ধেক শিক্ষক দিয়ে বিদ্যালয়ের পাঠদান চালিয়ে নেওয়া দুস্কর। তার পরও শিক্ষকমন্ডলী কষ্ট করে পাঠদান অব্যাহত রেখেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল চন্দ্র মন্ডল বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে এ ব্যাপারে লিখিত ভাবে জানানো হয়েছে। আশা করছি, অচিরেই এ সমস্যার সমাধান হবে।