পাঁচবিবিতে ৬০ বোতল ফেন্সিডিল সহ আটক-২
শুক্রবার সকালে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা পুলিশ পাঁচমাথা এলাকায় অটোরিক্সায় বসে থাকা ২ জন যাত্রীর দেহ তল্লাশী চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
পাঁচবিবি থানার এসআই গোলাম মোস্তফা ও তোজাম্মেল হক গোপন সংবাদে সকাল ৭ টার দিকে হিলি থেকে একটি অটোরিক্সা পাঁচবিবি আসার পথে পাঁচমাথা এলাকায় পুলিশ থামিয়ে অটোরিক্সার ২ জন যাত্রীর দেহ তল্লাশী চালিয়ে ৩০ বোতল করে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
আটককৃত মাদক পাচারকারীরা হলো পাঁচবিবি উপজেলার চকশিমুলিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৩) ও একই গ্রামের ফেরদৌস আলমের ছেলে বায়োজিদ বোস্তামি (১৯), পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু বক্কর সিদ্দিক ঘটনাটি নিশ্চিত করে বলেন এবিষয়ে একটি মামলা হয়েছে।
উল্লেখ্য যে এই নাসির নামক ব্যক্তিকে বাগজানা খেয়াঘাট ইজারা দেওয়ার পর থেকে বাগজানা খেয়াঘাটটি মাদক থেকে শুরু করে যাবতীয় ভারতীয় পন্য পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও অভিযোগ রয়েছে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত খেয়া ঘাট এলাকায় মাদক সেবীদের পদচারনা শুরু হয়, যা দেখেও কেউ দেখে না।