অ্যাপেক-আসিয়ান সম্মেলনে যোগ দিতে বিশ্বনেতাদের আহ্বান
রোহিঙ্গা সঙ্কট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে মিয়ানমারের ওপর আরো চাপ প্রয়োগের জন্য অ্যাপেক ও আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
সংস্থাটির এশিয়া অঞ্চলের ডিরেক্টর ব্র্যাড এডামস বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে অবরোধ আরোপে মতৈক্যে না পৌঁছানো পর্যন্ত বিশ্ব নেতাদের ঘরে ফেরা উচিত হবে না।
সেইসঙ্গে মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র ও অর্থনৈতিক অবরোধ এবং দেশটির সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।
এদিকে, রাখাইন থেকে পালিয়ে বৃহস্পতিবার ২ শ'র বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে।
থামছেই না রোহিঙ্গা ঢল। রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধনযজ্ঞ থেকে বাঁচতে গত দুই মাসে ৬ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বৃহস্পতিবারও দুই শতাধীক রোহিঙ্গা কক্সবাজার প্রবেশ করেছে।
এর মধ্যেই শুক্রবার থেকে শুরু হওয়া অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভিয়েতনাম গেছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি। এরপর তিনি ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাবেন। অ্যাপেকে যোগ দিয়েছেন ম্যারাথন এশিয়া সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অ্যাপেক সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে সুচির সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার এ দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার রয়েছে।
এদিকে, রোহিঙ্গা সঙ্কট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে মিয়ানমারের ওপর আরো চাপ দিতে অ্যাপেক ও আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।
সংস্থাটির এশিয়া অঞ্চলের ডিরেক্টর ব্রাড এডামস বলেন, বছরের পর বছর ধরে রোহিঙ্গা সঙ্কট এশিয়ায় খারাপ মানবিক বিপর্যয়ের দিকে যাচ্ছে। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র ও অর্থনৈতিক অবরোধ এবং দেশটির সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বানও জানিয়েছে এইচআরডব্লিউ।