রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে সন্দেহভাজনদের তৎপরতা
কক্সবাজারে নতুন রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সন্দেহভাজন লোকজনের আনাগোনা বেড়েছে। কেউ ব্যক্তিগত আবার অনেকে এনজিও কর্মী পরিচয় দিয়ে নানা তৎপরতা চালাচ্ছে। এর মধ্যে বিদেশিদেরও পাওয়া গেছে। এরা রোহিঙ্গাদের দিয়ে নানাভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ ওঠেছে।
গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। এর আগে প্রায় ৫ লাখ রোহিঙ্গা ছিলো এদেশে। নতুন ও পুরনো রোহিঙ্গারা বসবাস করছে উখিয়া ও টেকনাফে। এসব রোহিঙ্গাদের সর্বোচ্চ মানবিক সহায়তা প্রদান করা হলেও অনেকে হত্যাসহ নানা অঘটন ঘটাচ্ছে।
এছাড়া রোহিঙ্গাদের দিয়ে একটি চক্র সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। এতে নিরাপত্তা নিয়ে সৃষ্টি হয়েছে নানা শঙ্কা। সোমবার রাতে ৫ বিদেশীসহ ২৬ জন এবং এর আগে আরো ১৫০ জনকে আটক করা হয়।
আর মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকা থেকে একজন বিদেশি ও দুইজন স্থানীয় যুবককে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
একটি চিহ্নিত চক্র এবং এনজিও'র কর্মীরা ব্যক্তিগত স্বার্থে রোহিঙ্গাদের ব্যবহার করতে চাচ্ছে বলে অভিযোগ কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি ফজলুল কাদের চৌধুরী।
আর জেলা প্রশাসন ও পুলিশ বলছে, সব কিছু মাথায় রেখেই কাজ করছেন তারা। এরইমধ্যে তাদের নজরে এসেছে এসব অভিযোগ।