আবদুল ওয়াহহাব মিঞা অস্থায়ী প্রধান বিচারপতি: আইনমন্ত্রী
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেয়া পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা অস্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার বিকেলে নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে— উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেয়া পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহহাব মিঞাই দায়িত্ব পালন করবেন।
প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়।
প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বিএনপির অভিযোগের জবাবে আনিসুল হক বলেন, পানি অত্যন্ত স্বচ্ছ। এ নিয়ে জল ঘোলা করার কোনো সুযোগ নেই।