একনেক সভায় ৭৫ কোটি টাকা অনুমোদন হওয়ায় আক্কেলপুর উপজেলার সামগ্রিক উন্নয়ন কর্মকান্ড বিষয়ক এক সুধী সমাবেশ অনুষ্ঠিত।
জয়পুরহাট আক্কেলপুর প্রতিনিধিঃ নিরেন দাস।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা বাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী আক্কেলপুরের প্রধান সড়ক প্রসস্ত করণের জন্য উন্নয়নের একনেক সভায় ৭৫ কোটি টাকার অনুমোদন হওয়ায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আক্কেলপুর বাসীর পক্ষ্য থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ ই নভেম্বর বেলা ১১ টায় আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আক্কেলপুর উপজেলার সামগ্রীক উন্নয়ন কর্মকান্ড বিষয়ক সুধী সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাহ্উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-২ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ উন্নয়নমুখী সরকার। আক্কেলপুর উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ডে বাংলাদেশ আওয়ামীলীগ সব সময় পাশে ছিল এখনো আছে।
গত চার বছরে এই উপজেলার যে উন্নয়ন হয়েছে আগামী ১ বছরে তার চেয়ে অধীক উন্নয়ন হবে। উক্ত সুধী সমাবেশ পূর্বে জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে আনুষ্ঠানিকভাবে পানির লাইন স্থাপন ও ওভার হেড টাংঙ্ক নির্মান সহ আক্কেলপুর বাইপাস সড়ক ও প্রধান সড়ক প্রসস্থ করনের শুভ উদ্বোধন করেন।
সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কমল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী মাষ্টার,সিনিয়র সহ-সভাপতি সাদেকুর রহমান,সাধারন সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর, অধ্যক্ষ মোকছেদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আছিয়া খানম শম্পা,জেলা বারের সভাপতি এ্যাড,নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি), গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ জোয়ারদার,তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মাহবুব সজল.সোনামুখি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম রাহেল ইমাম,রায়কালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান, প্রমুখ।