র্যাবের অভিযানে টেকনাফ ৩৯,৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ১
এম.রফিকুল ইসলাম : এরই ধারাবাহিকতায় র্যাব-৭, র্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কাটাখালী পূর্বপাড়া মিয়া হোসেনের বাড়ীতে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ আবুল হাশেম (৩৫), পিতা- মোঃ এজাহার মিয়া, গ্রাম-কাটাখালী, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামীর ঘর তল্লাশী করে ৩৯,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ কোটি ৯৯ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ইয়াবা সংক্রান্ত্রে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন (সংশোধনী-২০০৪) এর ১৯ (১) টেবিল এর ৯ (খ) ধারা মোতাবেক কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।