সরকার দেশের পশ্চাৎ নারীদের এগিয়ে আনার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে
কে.এম রুবেল চট্টগ্রাম প্রতিনিধি: বোয়ালখালীর শাকপুরা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে দেশের নারীদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে। সরকারের উন্নয়ন কর্মকান্ডে নারীরা আজ সমান অংশীদার। সরকার দেশের পশ্চাৎ নারীদের এগিয়ে আনার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বৃদ্ধা নারীদের ভাতা, মাতৃত্বকালীন ছুটি, শিক্ষাক্ষেত্রে উপবৃত্তি সহ নারী উন্নয়নে সরকারের কর্মসূচী সর্বমহলে প্রশংসিত হয়েছে। নারী নির্যাতন রোধে সরকার কঠোর অবস্থানে। সরকারের স্বাস্থ্যনীতির কারনে মাতৃ ও শিশু মৃত্যুর হার অনেক কমেছে। আগামী সংসদ নির্বাচনে নৌকার মনোনীত সাংসদ প্রার্থীকে বিজয়ী করার জন্য মহিলা আওয়ামীলীগের সকল নেতা কর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে সংগঠন গড়ে তোলার আহবান জানান। গতকাল ১১ নভেম্বর (শনিবার) ২০১৭ ইং বিকেল ৩টায় বোয়ালখালীস্থ শাকপুরা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী রেহেনা আক্তার সবুজের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারন সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর। শাকপুরা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী এ্যানি আচার্য’র সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান বেলাল হোসেন, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়–য়া, বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি কাউন্সিলর শামীম আরা বেগম, সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মনি, বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী কাউন্সিলার রেহেনা আকতার পারভীন, তিষান সেন গুপ্ত, নন্দিতা বসু, সুপর্না ভঞ্জ, এড. নিলুফার জাহান, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুর রউফ, আওয়ামী লীগ নেতা অনুপ দাশ, রুস্তম আলী, মো: ইউসুফ, মো: নাছির, মো: মাহবুব প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি কাউন্সিলর শামীম আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে রেহেনা আক্তার সবুজকে সভাপতি ও এ্যনি আচার্যকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়।