নারীর হাতের নিপুন ছোয়ায়,ঝাড়বাতি যা ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এক নতুন আবিস্কার।
মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি :
ডাস্টবিন বা রাস্তাঘাটে ফেলে দেওয়া প্লাস্টিক বোতলের মুখ আর কান পরিস্কার করার কটনবাড দিয়ে তৈরি করা হচ্ছে ফুলের ঝাড়বাতি যা ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এক নতুন আবিস্কার।সারা দেশের ন্যায় ঝিনাইদহের মহেশপুরের নারীরাও ঘরের কাজের পাশাপাশি ব্যাস্ত সময় পার করছে কটন ও প্লাস্টিকবোতলের মুটকি দিয়ে ফুলের ঝাড়বাতি তৈরিতে, ফলে আগের তুলনায় বাজারেও বৃদ্ধি পেয়েছে কটন বাডের দাম।যেই কটনবাড একমাস আগেও ছিল ৫ টাকা,তা আজ বেড়ে বাজারে চাহিদা অনুযায়ী বৃদ্ধি পেয়ে ১০ টাকায় পৌছিয়েছে ।একটি ফুলের ঝাড় তৈরি করতে সময় লাগে ২/৩ দিন ।৪/৫ প্যাকেট কটনবাড ২৫/৩০ টি বোতলের মুটকি দিয়েই তৈরি করা যায় একটি ফুলের ঝাড় । চাহিদা অনুযায়ী বাজারে বিক্রি মূল্য ২০০/২৫০ টাকা ।এলাকার জ্ঞানী ও সাধারন মানুষ মনে করছেন সাংসারিক কাজের পাশাপাশি ফুলের ঝাড়বাতি তৈরি করে ঘরের সৌন্দর্য বৃদ্ধিসহ আর্থিক ভাবেও লাভবান হচ্ছেনঅনেকে।