মুন্সীগঞ্জের ডাকাত সফি মিঝির সহযোগী বিদেশী পিস্তল-গুলি ও স্পিডবোটসহ গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এক অভিযানে সদর উপজেলা কালিরচর এলাকা থেকে বিদেশী পিস্তল, ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও দ্রুত গতি সম্পন্ন স্পীডবোটসহ রুহুল আমিন (২৮) নামের নৌডাকাতকে গ্রেফতার করেছে। রুহুল আমিনকে গ্রেফতার করায় এলাকার ভূক্তভোগী সাধারণ জনগনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার সাধারণ জনগণের মাঝেস্বস্তি ফিরে এসেছে। এলাকায় ডাকাতদলটি প্রতিদিনই নৌডাকাতিসহ নানা অপকর্ম করে যাচ্ছে দীর্ঘদিন ধরে।নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, এই স্পীডবোটটি নিয়ে বাংলাবাজারে মেঘনা মোহনায় ডাকাতির জন্য প্রায়শই আসত। এই ডাকাতদলের দলনেতাকালির চরের বিখ্যাত মিঝি বংশের সফি মিঝি, হুমায়ুন, মমিন, বাদশা, তাফাজ্জ, চরকেয়ার ইউনিয়নের আলীর টেকের হত্যা মামলার আসামী ঝন্টু এবং মাওয়া ঘাটের স্পীডবোট চালক ডাকাত বাচ্চু, যার স্পীডবোটের পাওয়ার ১৩৫, বোটটিতে ডাবল ইঞ্জিন রয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ১১ নভেম্বর শনিবার বিকেল ৩ টার দিকে বাংলাবাজার ইউনিয়নের কালিরচর মেঘনা নদী থেকে নৌ-ডাকাত রুহুল আমিনকে আটক করা হয়। আটকরুহল আমিন লৌহজং উপজেলার কুমারভোগ গ্রামের আতা মাদবরের ছেলে।মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজারের কালিরচর এলাকায়মেঘনা নদীর শাখা থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও স্পিডবোটসহ রুহুলকে আটক করা হয়েছে।তিনি আরো বলেন, বিগত কয়েকদিন ধরে তাদের পুরো দলটাকে ধরার জন্য চেষ্টা করেব্যর্থ হয়েছি। অপরাধীরা খুবই ধূর্ত। তারা বিভিন্ন সূত্রের মাধ্যমে পুলিশের তৎপরতার খবর টের পেয়ে যায়। ফলে অভিযানের পূর্বেই তারা সটকে পড়ে। অব্যাহত অভিযানের ধারবাহিকতায় আজ শনিবার জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দলঅভিযান চালিয়ে তাদের ডাকাত সর্দার সফি মিজির সহযোগি মো. রুহুল আমিনকে (২৮) আটক করা হয়েছে। গ্রেফতারকৃত রুহুল আমিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।