“শিশু শিক্ষা মডেল স্কুল এন্ড একাডেমী'র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুরে অবস্থিত শিশুশিক্ষা মডেল স্কুল এন্ড একাডেমীতে পঞ্চম শ্রেণীর ছাত্র/ছাত্রীদের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। শিশুশিক্ষা মডেল স্কুলে পিএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সোমবার সকালে শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে ও মোঃ গোলাম কিবরিয়া মিথেনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সহকারি প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসী,নয়নপুর আইডিয়াল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক কফিল উদ্দিন খাঁন,ফরিদপুর নিউ স্টার ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মুজাহিদ,সাংবাদিক টি.আই সানি,সাংবাদিক শেখ ছফির আহম্মেদ সাগরসহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, ছাত্র/ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সকলের কাছে পঞ্চম শ্রেনীর ছাত্র/ছাত্রীদের জন্য এবং বিদ্যালয়ের মঙ্গলের জন্য দোয়া কামনা করেন। বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ গোলাম কিবরিয়া মিথেন বলেন, পঞ্চম শ্রেনীর ছাত্রছাত্রীরাসহ সকলেই যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং পঞ্চম শ্রেনীর ছাত্র/ছাত্রীরা যেন সুস্থ ভাবে পরীক্ষায় অংশগ্রহন করে ভালো ফলাফল অর্জন করে স্কুলের সুনাম ধরে রাখতে পারেন।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, দক্ষ ও পরিশ্রমিক শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমের কারনে নয়নপুরে সকলের মনে জায়গা করে নিয়েছে এই প্রতিষ্ঠান। তিনি আরও বলেন শিক্ষার প্রশারের কারনেই এবং ছাত্র/ছাত্রীদের সুবিধার কারনে বিদ্যালয়টি অষ্টম শ্রেনী থেকে এবারে নবম-দশম শ্রেনী পর্যন্ত করা হয়েছে।
পারে এ বিষয়ে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ফরিদপুর ঈদগাহ্ মাঠের খতিব মাওলানা হারুন অর-রশিদ।