সুবর্ণচর উপজেলা সমিতির,চট্রগ্রাম, মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
মোহাম্মদ ওমর ফারুকঃ গতকাল চটগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন ইউনাইটেড স্কুল এন্ড কলেজে সুবর্ণচর উপজেলা সমিতির ৩য় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক।পরিচালনার দায়িত্বে ছিলেন অধ্যক্ষ মোঃ সোহরাব।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ ছালেহ উদ্দীন, সিঃ সহ সভাপতি মোঃ অহিদের রহমান নয়ন, সহ সভাপতি ফিরোজ মাহমুদ,যুগ্ম সম্পাদক মোঃ সোহরাব হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল গণি,অর্থ সম্পাদক মোঃ এনামুল হক,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাহফুজুর রহমান,দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন,উপদেষ্ঠা মোহাম্মদ হোসেন,আজীবন সদস্য মোঃ জাবেদ,মোঃ ইকবাল হোসেন রুবেল, মোঃ আব্দুল করিম,ও মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় আগামী ২০১৮ সালের পুনর্মিলনী অনুষ্ঠানে পিকনিক নাকি মেজবানের অনুষ্ঠান করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সবার বক্তব্য শেয হওয়ার পর সর্ব সম্মতি ক্রমে মেজবান অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং আগামী ২০১৮ সলের মার্চ মাসের প্রথম সাপ্তায় সম্ভাব্য তারিখ হতে পারে বলে জানানো হয়।সভায় বিভিন্ন বক্তা সমিতির একটি ফান্ড গঠন করে তা লাভজনক খাতে বিনিয়োগ করার পক্ষে অভিমত ব্যক্ত করলেও সভাপতি আবু জাফর মোঃ ওমর ফারুক তা নাকচ করে দেন।তিনি বলেন " গঠন তন্ত্র অনুযায়ী এই সমিতি একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান।এখানে লাভজনক কোন কিছু করা সম্ভব নয়।বরং পুর্বে যে ভাবে আমরা অসহায়,অসচ্ছল, রুগ্ন- পীড়িত মানুষের পাশে ছিলাম ভবিষ্যেও সে ভাবে থাকব।দরিদ্র পরিবারের সন্তান, যারা লেখা পড়ার খরচ চালাতে পারেনা,আর্থিক দৈন্যতার কারণে যে সব মেয়ের বিবাহ হচ্ছেনা,যারা রোগে কষ্ট পাচ্ছে অথচ চিকিত্সা নিতে পারছেনা তাদের প্রতি আমরা সাহায্য সহোযোগীতা করে যাব।সর্বাপরি আমরা শিক্ষাদিক্ষাসহ সুবর্ণচরের সকল উন্নয়নমুলক কাজে সহযোগীতা করে যাব।" তিনি আরও বলেন একটি অরাজনৈতিক সংগঠন হিসাবে এই সংগঠন সকল দল ও মতের লোকদের জন্য উম্মুক্ত।এখানে আসতে কারও বাধা নেই।তিনি আগামী মার্চে অনুষ্ঠিতব্য সুবর্ণচরের ঐতিহ্যবাহী মেজবানে আসার জন্য সবাইকে নিমন্ত্রণ জানান এবং মেজবান অনুষ্ঠানের জন্য সার্বিক সহযোগীতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।