প্রিয় নেতা মহিউদ্দিন চৌধুরী না থাকলে নগর শুন্য হয়ে যাবে যা পুরন হবার নয়। আমজাদ হাজারী
চট্গ্রাম প্রতিনিধি: এবিএম মহিউদ্দিন চৌধুরীর নগরীর অভিবাবক, তার শুন্যতায় শুধু নগরীর নেতা কর্মী নয় বরং আপামর জনগন অভিবাবকহীন হয়ে যাবে এমনই জানান আমজাদ হাজারী। স্বাধীনতার পর থেকে তিনি যেভাবে নগর উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখেছেন তা ইতিহাস হয়ে থাকবে। যদি ওনার শুন্যতা হয় তাহলে তা কোনদিন পূরন হবার নয়। তিনি মনে করেন সাধারন নাগরীকদের উপর গৃহকরের বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে তাই তিনি নাগরীকদের নিয়ে তাদের অধিকারে আন্দোলন চালিয়ে জাচ্ছেন তা যেন মানবতার ইতিহাস। তিনি বলেন মহিউদ্দিন চৌধুরী আর ফিরে আসবে না এটা আমরা বিশ্বাস করি না। মহিউদ্দিন চৌধুরী শুধু একজনই তার স্থানে অন্য কোন মহিউদ্দিন জন্ম হবে না। বঙ্গবন্ধুর মৃত্যুর পর তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন হত্যার প্রতিশোধ নেবার জন্য। ১৯৭৭ যখন সামরিক জিয়ার শাসনামলে আউটার ষ্টেডিয়ামে মেলা হ্িচছল তখন তিনি ভারত থেকে এসে জোরালো কন্ঠে জানান দিয়েছিলেন আগে বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নিতে হবে তারপর অন্য কাজ। আমরা চাই শুধু ব্যক্তি মহিউদ্দিন নয় একজন নগর অভিবাবক আমাদের মাঝে সুস্থ হয়ে পিরে আসুক। চট্টগ্রামের প্রতিটি থানা, ওয়ার্ডে দোয়া মাহফিল হচ্ছে। ওনার রোগ মুক্তি কামনায় আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন ওনি দ্রুত রোগ মুক্তি পেয়ে আমাদের মাঝে পিরে আসেন।