শ্রীপুরে ১৩০ কেজি জাটকা জব্দ
শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তার ওয়াবদা মোড়ের একটি মৎস্য আড়ৎ থেকে মঙ্গলবার সকালে মালিকবিহীন অবস্থায় ১৩০ কেজি জাটকা জব্দ করে শ্রীপুর উপজেলা মৎস্য অফিস। এসময় জাটকা বিক্রির অপরাধে কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাটকা স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।
শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: বদিউজ্জামান বলেন, নভেম্বর মাস থেকে জুন মাস পর্যন্ত জাটকা ধরা, পরিবহণ, মজুদ ও বাজারজাতকরণ দন্ডনীয় অপরাধ। নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার মাওনা চৌরাস্তার একটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। পরে পার্শ্ববর্তী মুলাইদ এলাকার হাফিজ উদ্দিন ইসলামিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানার জব্দ করা জাটকা গুলো বিতরণ করা হয়। তিনি আরো জানান, ১০ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের ছোট আকারের ইলিশ জাটকা হিসেবে ধরা। যারা আইন অমান্য করে জাটকা ধরা, পরিবহণ, মজুদ ও বাজারজাতকরণ করবে তাদের কমপক্ষে ১ থেকে ২ বছরের শাস্তি অথবা ৫হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডের ব্যবস্থা রয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।