সখীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
অন্তু দাস হৃদয়, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুর উপজেলা থেকে দুই হাজার চার শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ (১৫ নভেম্বর) বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা ডিবি পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, সখীপুর উপজেলা সদরের দক্ষিন পাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মোঃ ফারুক হোসেন (৪৫) এবং বাসাইল উপজেলার নাইকানবাড়ি গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ নজরুল ইসলাম (৪৭)।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক ভূইয়া জানান, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার বোয়ালী এলাকার সখীপুর ফিলিং স্টেশনের সামনে একটি চায়ের দোকান থেকে মোঃ ফারুক হোসেন ও মোঃ নজরুল ইসলামকে আটক করা হয়।
পরে, আটককৃতদের দেহ তল্লাশী করে ফারুকের কাছ থেকে দুই হাজার এবং নজরুলের কাছ থেকে চার শত পিচ ইয়াবা ট্যাবলেন উদ্ধার করা হয়।
আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে ওসি জানান।
এ ব্যাপারে সখীপুর থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।
পরে, আটককৃতদের আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়।