আশুলিয়ায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরন ঘটালো ডিসপোজাল ইউনিট
আব্দুস সাত্তার, সাভার: আশুলিয়ার বাসাইদ এলাকায় পরিত্যক্ত ১৯টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেছে বোমা ডিসপোজাল ইউনিট।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেট্রোর বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে আশুলিয়ার বাসাইদ এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া ককটেলগুলোকে নিস্ক্রিয় করে। কাউন্টার টেরোরিজমের স্পেশাল সিটি ইউনিটের পরিদর্শক শফী উদ্দিনের নেতৃত্ত্বে একটি দল ঘটনাস্থলে এসে বোমা গুলো বিস্ফোরন ঘটিয়ে ধ্বংস করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল জানায়, দুপুরে আশুলিয়ার বাসাইদ এলাকার তোরাব আলীর বাড়ির পিছনে একটি পরিত্যক্ত ব্যাগে বোমা সদৃশ বস্তু রয়েছ এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।ঢাকা মেট্রো বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। বিকালে বোমা ডিসপোজাল ইউনিটের ৫ সদস্যদের একটি দল ঘটনাস্থলে এসে সেগুলোকে ককটেল হিসাবে নিশ্চিত করেন। পরে বিস্ফোরণ ঘটিয়ে ১৯টি ককটেল নিস্ক্রিয় করে। এখন পর্যন্ত এ ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি।