রংপুরের ঘটনায় গভীর ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে: কামাল
রংপুরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার ঘটনায় ছবি দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে।
তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় আটক টিটু রায়ের ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
দোষী সাবস্ত্য হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী।
এছাড়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কাজ ৩০ নভেম্বরের মধ্যে শুরু হবে বলে জানান তিনি।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে স্থানীয় এক যুবক ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছে— এ অভিযোগের জেরে রংপুরের পাগলাপীরে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত গুলিবিদ্ধ হন কমপক্ষে ১০ জন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ আহত হন আরো ৪০ জন। দুটি মামলা করা হয়েছে।