কোটচাঁদপুর গভীর রাতে ডাকাতির সময় জনতার হাতে ডাকাত আটক,আতঙ্কে একজনের মৃত্যু!
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পল্লীতে বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতি করতে যেয়ে জনতার হাতে এক ডাকাত আটক হয়েছে। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে শফিউদ্দীন নামে এক প্রতিবেশী আহত হয়েছে। পরে ধৃত ডাকাতকে গণ পিটুনি দিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ডাকাতি আক্রান্ত বাড়ীর মালিকের বড় ভাই ডাকাতদের ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা গেছে। ডাকাতের হাতে আহত শফিউদ্দীন জানান, বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত কোটচাঁদপুর উপজেলার রহমতপুর মালো পাড়ার মণ্টু খাঁর বাড়িতে হানা দেয়। বিষয়টি আঁচ করতে পেরে প্রতিবেশীরা চিৎকার করতে থাকলে এলাকাবাসী ঘর থেকে বেরিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে।
এসময় চিৎকার করতে করতে ৬৫ বয়স্ক দাউদ খাঁ হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু মুখে ঢুলে পড়ে। নিহত ব্যক্তি ডাকাতি আক্রান্ত বাড়ীর মালিক মণ্টু খাঁর বড় ভাই। এদিকে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে এক ডাকাতকে ধরে ফেলে গণ পিটুনি দেয়। বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় প্রতিবেশী শফিউদ্দীন (৫০) ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। আটক ডাকাতের নাম তাহাজে¦ল হোসেন (৪৬), সে পার্শ্ববর্তী জীবননগর থানার রায়পুর গ্রামের ভাদু মন্ডলের ছেলে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যয়ে আহত ডাকাতকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতলে পুলিশ পাহারায় ভর্তি করে। এ বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, ডাকাতরা হামলা দেয়ার সাথে সাথে প্রতিবেশীরা টের পেয়ে য়ায়। ফলে তারা মালমাল কিছুই নিতে পারেনি। আটকের সময় ডাকাতের কাছ থেকে একটি মোবাইল সেট ছাড়া কিছুই পাওয়া যায়নি। এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে।