শৈলকুপায় ৭ই মার্চের ভাষন ইউনেস্কোর স্বীকৃতি দেয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা
মনিরুজ্জামান মনির, শৈলকুপা প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে স্বীকৃতি দেযায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র্যালী করেছে শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শৈলকুপা কমান্ড।
শনিবার সকালবেলা ১০.৩০ টায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল চত্তর থেকে শোভা যাত্রা বের হয়ে আনন্দ র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
শৈলকুপা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোনায়ার হোসেন মালিথার সভাপতিত্বে শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনা। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার রহমত আলী মন্টু, শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস সহ অন্যান্য মুক্তিযোদ্ধা গণ উপস্থিত ছিলেন ।