নওগাঁর পত্নীতলায় বিনা মূল্যে বীজ ও সার বিতরণ
মাসুদ রানা , পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় রবি (২০১৭-১৮) মৌসুমে বিভিন্ন জাতের শাক-সবজি, গম, সরিষা, ভুট্টা ও বোরো ধান চাষের লক্ষ্যে পুনর্বাসনের আওয়তায় ক্ষুদ্র ও প্রান্তিক প্রায় দুই হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৯ নভেম্বর রোববার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহান জাতীয় সংসদের হুইপ আলহাজ মো: শহীদুজ্জামান সরকার বাবলু এমপি।
অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, পত্নীতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেক জোবায়ের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাপলা খাতুন, উপজেলা আ’লীগের সভাপতি ইছাহাক হোসেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, উপজেলা আ’লীগের সহসভাপতি আব্দুল খালেক চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নজিপুর পৌর সভার মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের অন্যতম সদস্য আবুল কালাম আজাদ (অরুণ), উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ২০০০ এর বেশী কৃষকবৃন্দ।