হাতীবান্ধার শেফাউলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত
লালমনিরহাট প্রতিনিধি :
নির্মান শ্রমিকের কাজের পাশাপাশি লেখাপড়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন অদম্য মেধাবী শেফাউল ইসলাম। কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তার অনিশ্চয়তার পথে। শেফাউল ইসলাম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব বেজগ্রাম এলাকার দিন মজুর আবুল হোসেনের পুত্র। সে এবারের ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট থেকে অংশগ্রহন করে মেধা তালিকায় উত্তীর্ণ হন। তার মেধা তালিকা-৪৩৪, সমাজ বিজ্ঞান বিষয়ে পেয়েছেন ভর্তি হওয়ার সুযোগ। সে এসএসসি ও এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছে। লেখাপড়ার পাশাপাশি নির্মান শ্রমিকের কাজ করে অর্থ জোগাড় করে লেখাপড়া চালিয়ে গেলেও উচ্চ শিক্ষার ক্ষেত্রে সে সুযোগ না থাকায় শেফাউল পড়েছে বেকায়দায়। যার ফলে মেধাবী শিক্ষার্থী শেফাউলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। সে লেখাপড়ার পাশাপাশি কখনো হাতীবান্ধার বিভিন্ন এলাকায় আবার কখনো ঢাকায় যেতেন কাজ করতে। ৪ ভাই বোনের মধ্যে শেফাউল তৃতীয়। তার পিতা আবুল হোসেনের রয়েছে অন্যের জমিতে মাথা গোঁছার ঠাঁই। দিনমজুরের কাজ করে আবুল হোসেনের চলে ৬ সদস্যের সংসার। শেফাউল ইসলাম লেখাপড়া করে বিসিএস ক্যাডার হতে চায়। কিন্তু সেই স্বপ্ন পুরণে বাধা হয়ে দাড়িয়েছে দ্ররিদ্রতা। শেফাউল ইসলাম তার লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।