জয়পুরহাটে দারিদ্র শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ ৯২ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান
জয়পুরহাট আক্কেলপুর প্রতিনিধিঃ নিরেন দাস।
দরিদ্র ও মেধাবী ৩২ জন শিক্ষার্থীর লেখাপড়া নিশ্চিত করার জন্য শিক্ষা বৃত্তি হিসাবে আউসগাড়া উন্নয়ন সংস্থা মঙ্গলবার এক লক্ষ ৯২ হাজার টাকা প্রদান করেছে।
জয়পুরহাটের বে-সরকারি সংগঠন আউসগাড়া উন্নয়ন সংস্থা (আউস) বংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে ওই শিক্ষা বৃত্তির টাকা তুলে দেয়। সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সেলিম শাহ্।
আউস পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন বাবু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক আবু সাঈদ মো: কাওসার রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, আউসের নির্বাহী পরিচালক শফিকুল আলম, জেলা এনজিও সমন্বয় কমিটির সদস্য সচিব অপূর্ব সরকার, মোহাম্মাদাবাদ ইউপি চেয়ারম্যার আতাউর রহমান, আউসগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা বেগম, ইউপি সদস্য মিলন, বজলুর রশিদ প্রমূখ। সংস্থার কর্ম এলাকার হতদরিদ্র পরিবারের মেধাবী ছাত্র/ছাত্রী যারা GPA 4 পয়েন্ট থেকে উপরে পেয়েছে তাদেরকে এ বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ২০ জনই ছাত্রী এবং নবম শ্রেণী থেকে অনার্স পর্যন্ত রয়েছে বলে জানান নির্বাহী পরিচালক শফিকুল আলম। বক্তারা সমাজে ছড়িয়ে থাকা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় বে-সরকারি সংস্থা গুলোকে সহযোগিতায় এগিয়ে আসার জন্য আহবান জানান হয়।