বগুড়া ধুনটে জোর পূর্বক গাছ কর্তন, কোর্টে মামলা
কারিমুল হাসান লিখন, ধুনটঃ
বগুড়া ধুনটে জোর পূর্বক গাছ কর্তনের ঘটনায় উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নিজ নাটাবাড়ী গ্রামের মৃত জালাল উদ্দিন মন্ডলের পুত্র কৃষক আব্দুল জুব্বার কোর্টে মামলা দায়ের করেছে। জানা যায়, আব্দুল জুব্বার তার বাবার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে একটি কড়ই গাছ রোপন করেন। যাহার বর্তমান মূল্য প্রায় ৮৫ হাজার টাকা। গাছটি ১৮ নভেম্বর ২০১৭ তারিখ সকাল ৮ টার সময় একই এলাকার মৃত সামছুল সরকারের পুত্র জহুরুল ইসলাম (৫৭), গুনু সরকারের পুত্র বিলু সরকার (৩৫), জালু সরকার (৪০), চাঁন মিয়া (৪৫) ও মৃত তোফাজ্জল হোসেনের পুত্র আব্দুল কাফি (৬০) তার সম্পত্তিতে অবৈধ ভাবে প্রবেশ করে জোর পূর্বক গাছ কর্তন করেন। এ ঘটনায় গত ১৯ নভেম্বর ২০১৭ তারিখে আব্দুল জুব্বার বাদি হয়ে বগুড়া অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ৫ জনকে আসামী করে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৪/১৪৫ ধারার বিধানের আওতায় একটি মামলা দায়ের করে। আসামীদের কাছে ঘটনা বিষয়ে জানতে চাইলে তারা বলেন, আমরা গাছ কর্তন করি নাই, আমাদের কে ফাসানোর জন্য পূর্ব শত্রুতার জের ধরে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।