ধামরাইয়ে সেনা সদস্য পরিচয়দান কারী প্রতারক আটক
আব্দুস সাত্তার, সাভার: র্যাব-৪ নবীনগর ক্যাম্পের একটি দল বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া সদস্য পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে। আটক আকমল হোসেন বিরু দীর্ঘদীন যাবত সাধারণ জনগনের নিকট থেকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে টাকা নিয়ে প্রতারনা করে আসছিলো।
সোমবার রাতে ধামরাই এলাকার জয়পুরা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক আকমল হোসেন বিরু (৪৪) ফরিদপুর জেলার সালথা থানার বাগদী গ্রামের মালেক ফকিরের ছেলে। সে আশুলিয়ার নয়ারহাট এলাকার জালাল ব্যাপারীর ভাড়া বাড়ীতে বসবাস করতো।
র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের অধিনায়ক আব্দুল হাকিম জানান, ভুয়া সেনা সদস্য পরিচয়ে একব্যাক্তি সেনাবাহীনিতে চাকরি দেয়ার নামে আশুলিয়া ও তার আশেপাশের বিভিন্ন এলাকার নিরীহ লোকজনের নিকট থেকে টাকা আত্মসাৎ করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসপি কামরুলের নেতৃত্বে র্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে সোমবার রাতে ধামরাই এলাকার জয়পুরা বাজারের রশীদ মার্কেটের হুমায়ুয়েন চায়ের দোকানের সামনে থেকে ঐ প্রতারককে আটক করে। এসময় আটক আকমলের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক পরা ছবিযুক্ত ভুয়া আইডি কার্ড যার নং-বিআইআর ২৪৫০৬, সেনা নং- ৪০৩২২৬০২, পদবী- ল্যান্স কর্পোরাল, নাম- হাবিবুর রহমান, প্রদানের তারিখ- ০৭-০৭-১৫ইং, সেনাবাহিনীর পোশাকে তোলা পাসপোর্ট সাইজের এককপি ছবি, সাধারণ পোশাকে তোলা পাসপোর্ট সাইজের এককপি ছবি ও সেনা বাহিনীর মনোগ্রাম যুক্ত একটি মানিব্যাগ উদ্ধার করা হয়।
আটককৃত ব্যাক্তিকে ধামরাই থানায় সোপর্দ করা হয়েছে। এব্যাপারে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় র্যাব সূত্র।