জয়পুরহাট কালাইয়ে কিডনি পাচার প্রতিরোধে মত-বিনিময় সভা
জয়পুরহাট আক্কেলপুর প্রতিনিধিঃ নিরেন দাস।
সন্ত্রাস, জঙ্গিবাদ, শিশু ও নারী নির্যাতন, ইভটিজিং, বাল্য বিবাহ ও কিডনি পাচার প্রতিরোধে জয়পুরহাটের কালাই উপজেলার বৈরাগীর মোড়ে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক মতবিনিময় সভা।
মঙ্গলবার বিকেল ৫ টায় কালাই উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত ওই মতবিনিময় সভায় কালাই থানার ওসি নূরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাটের পুলিশ সুপার রশীদুল হাসান, উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, কালাই পৌর মেয়র হালিমুল আলম জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আখতারুজ্জামান, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, পুনট ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির, জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, কালাই মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মনিশ চৌধুরী প্রমুখ।
পরে মুক্ত আলোচনায় ২ জন দরিদ্র কিডনি বিক্রেতা তাদের আবেগ জড়িত কণ্ঠে বলেন, দালালের খপ্পরে পরে তারা তাদের মূল্যবান কিডনি বিক্রি করলেও কিডনির দাম হিসেবে পেয়েছেন মাত্র ১ থেকে দেড় লাখ টাকা। আর সমুদয় অর্থ নিয়েছেন ওই দালালরা। এখন তারা স্বাভাবিক কর্ম করতে পারছেন না, ধরে ধীরে তারা জীবনী শক্তি হারাতে বসেছেন, মৃত্যু তাদের হাতছানি দিয়ে ডাকছে।
বক্তারা সন্ত্রাস, জঙ্গিবাদ, শিশু ও নারী নির্যাতন, ইভটিজিং, বাল্য বিবাহ ও কিডনি পাচার প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি ব্যাপক জনসচেতনতার প্রতি গুরুত্বারোপ করেন।