LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ বৃহস্পতিবার| ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

না ফেরার দেশে খ্যাতিমান লোকসংগীত শিল্পী বারী সিদ্দিকী



বারী সিদ্দিকী একাধারে খ্যাতিমান লোকসংগীত শিল্পী, গীতিকার ও বংশীবাদক ছিলেন—জনপ্রিয় এ লোকসংগীত শিল্পী বারী সিদ্দিকী আর নেই। গতরাত ২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম ও বাংলাদেশ টেলিভিশন ভবনে দ্বিতীয় জানাজা শেষে জনপ্রিয় লোকসংগীত শিল্পী বারী সিদ্দিকীর মরদেহ নেয়া হয় নেত্রকোনায়।

বাদ আসর নেত্রকোনা সরকারি কলেজে এই সংগীতশিল্পীর তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত শেষে কারলি গ্রামের বাউলবাড়িতে তাকে দাফন করা হয়।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রাতেই বারি সিদ্দিকীর মরদেহ মোহাম্মদপুরে আনজুমানে মুফিদুল ইসলামে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সকালে ধানমণ্ডির বাসায় নিয়ে আসা হয়। তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। পরে দ্বিতীয় জানাজা হয় সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ টেলিভিশন ভবনে। বাদ আসর নেত্রকোনা সরকারি কলেজে হয় তৃতীয় ও শেষ জানাজা।

শৈশবেই গান শেখার হাতেখড়ি। এরপর আর পিছু ফিরে তাকাননি শিল্পী আবদুল বারি সিদ্দিকী। কিশোর বয়সে নেত্রকোনার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের কাছে তালিম নেন। পরে দেশ-বিদেশের একাধিক ওস্তাদের কাছে প্রশিক্ষণ নেন সংগীতের বিভিন্ন শাখায়। মূলত লোকসংগীত ও আধ্যাত্মিক গানের জন্য গত শতকে জনপ্রিয় একাধিক গানে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন করে নেন তিনি। চলচ্চিত্রে তার গান এনেছে ভিন্ন মাত্রা।

বারী সিদ্দিকী একাধারে খ্যাতিমান লোকসংগীত শিল্পী, গীতিকার ও বংশীবাদক। মূলত গত শতকের শেষ দিকে তিনি সারাদেশে শ্রোতাদের কাছে পৌঁছে যান কথাসাহিত্যিতক হুমায়ুন আহমেদের হাত ধরে। পান তুখোড় জনপ্রিয়তা।

চলচ্চিত্রের প্লে ব্যাকে তার দরদী কণ্ঠের বেশ কিছু আবেগমাখা গান ছড়িয়ে যায় সারা বিশ্বে। তার জনপ্রিয় হওয়া গানগুলোর মধ্যে রয়েছে, পূবালি বাতাসে, আমার গায়ে যত দুঃখ সয়।

১৯৫৪ সালের ১৫ নভেম্বর ভাটি অঞ্চলের জেলা নেত্রকোণায় জন্ম আবদুল বারি সিদ্দিকীর। শৈশব থেকেই তার গান শেখার হাতেখড়ি। কিশোর বয়সে নেত্রকোণার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের কাছে তালিম নিতে শুরু করেন তিনি। পরে ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নাপাল ঘোষসহ বহু গুণীশিল্পীর সান্নিধ্য পান। ওস্তাদ আমিনুর রহমানের কাছে প্রশিক্ষণ নেন ছয় বছর ধরে।

সত্তরের দশকে নেত্রকোণা জেলা শিল্পকলা একাডেমির সঙ্গে যুক্ত হওয়ার পর ওস্তাদ গোপাল দত্তের পরামর্শে ধ্রুপদী সংগীতের ওপর পড়াশোনা শুরু করেন তিনি। এক সময় বাঁশির প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং উচ্চাঙ্গ বংশীবাদনের প্রশিক্ষণ নেন।

নব্বইয়ের দশকে ভারতের পুনে গিয়ে পণ্ডিত ভিজি কার্নাডের কাছে তালিম নেন বারী। দেশে ফিরে লোকগানের সঙ্গে ধ্রুপদী সংগীতের মিশেলে গান শুরু করেন। তিনি নিজেও বেশকিছু গান লিখে সুর করে নিজেই তাতে কণ্ঠ দিয়েছেন


1