৭ই মার্চকে ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর মেমরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার এ অর্ন্তভুক্তি করায় সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালী
৭ই মার্চকে ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর মেমরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার এ অর্ন্তভুক্তি করায় সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালী
সুনামগঞ্জ প্রতিনিধি
৭ই মার্চকে ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর মেমরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার এ অর্ন্তভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহ্য এর স্বীকৃতি লাভ করায় সুনামগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা প্রশাসক সাবিরুল ইসলামের নেতৃত্বে সুনামগঞ্জ কালেক্টরেট চত্তরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে অস্থায়ী ভাবে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্ববক অর্পন করেন। এর পর এক বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালী জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সুনামগঞ্জ জুবলী স্কুল মাঠে আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক সাবিরুল ইসলাম,সুনামগঞ্জ ৪আসনের সাবেক এমপি ও জেলা আ,লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান,সুনামগঞ্জ ও মৌলভী বাজার সংরক্ষিত আসনের এমপি শামছুন্নাহার শাহানা রব্বানী এমপি,জেলা আ,লীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন,সুনামগঞ্জ পুলিশ সুপার বরকত উল্লাহ খাঁন,জেলা শ্রমিক লীগের আহবায়ক সেলিম আহমদ,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক অঙ্গ সংঘটনের নেতৃবৃন্ধ ও জেলা প্রর্যায়ের বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা,কর্মচারীগন। অন্য দিকে তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা বিশ্বম্ভরপুর সহ ১১টি উপজেলায় র্যালী,আলোচনা সভা,চিত্রাংকন সহ বিভিন্ন অঅয়োজন করা হয়। জেলার বিভিন্ন হাপাতালে উন্নত খাবারের আয়োজন করা হয়।