মানবতার সংকট নিরসনে ইমামদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে ইল্মী ইজতেমায় জেলা প্রশাসক জাকির হোসেন
মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের আস্-সুন্নাহ জামে মসজিদে ইল্মী ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। ২৪.১১.২০১৭ ইং শুক্রবার রাতে মসজিদের ৩য় তলায় এ ইজতেমা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন। এসময় আস্-সুন্নাহ ট্রাস্ট্রের সেক্রেটারী আব্দুর রহমান এর পরিচালনায় বর্তমান প্রেক্ষাপটে ধর্ম প্রচারের পদ্ধতি, কুরআনুল কারীমের মশক নিয়ে আলোচনা করেন ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, ড. আ স ম শুআইব আহমদ, শায়খ মুশাহিদ আলী চমকপুরী, মুফতি যাকারিয়া বিন ওয়াহহাব। জেলা প্রশাসক জাকির হোসেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ইমামদের উদ্দেশ্যে বলেন, সমাজের সকল প্রকার কুসংস্কার দুর করতে ইমামদের ভূমিকা কাজে লাগাতে হবে। সমাজের দুর্নীতি, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, যৌতুক, আত্মহত্যা, নারী নির্যাতন ও মৌলবাদ এর কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য ইমামদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। সর্বপরি জেলা প্রশাসক জাকির হোসেন মানবতার সংকট নিরসনের উপায় নিয়ে আলোচনা করেন এবং সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।