নারীর প্রতি সহিংসতা দূরীকরণে কমলগঞ্জে র্যালি ও আলোচনা সভা
মৌলভীবাজার থেকে অলক কান্তি দেব:: নারীর প্রতি সহিংসতা দূরীকরণে আর্ন্তজাতিক দিবস ২০১৭ উপলক্ষ্যে শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জে শতাধিক নারীর অংশগ্রহণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইর্বাস মৌলভীবাজার সিডিপির উদ্যোগে স্থানীয় একে বাংলা স্কুল প্রাঙ্গণ থেকে র্যালী অনুষ্ঠিত হয়। দুপুর বারোটায় র্যালি শেষে কমলগঞ্জ গুড নেইর্বাস সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সভাপতি শুভাসিনী দেবীর সভাপতিত্বে ও ইয়ূথ কাউন্সিলের সভাপতি আমিনা অক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন সংস্থার প্রজেক্ট ম্যানেজার রিমো রনি হালদার, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী শাব্বির এলাহী, নারী নেত্রী সৌদামিনী শর্ম্মা ,আদমপুরের মহিলা ইউপি সদস্য শামছুন নাহার বেগম ও একে বাংলা স্কুলের শিক্ষক সতিশ চন্দ্র দত্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিনারা বেগম।