বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্ব প্র্যামাণ্য ঐত্যিহ্যের স্বীকৃতিতে মুন্সীগঞ্জের মিরকাদিমে আনন্দ র্যালী
রুবেল মাদবর
মুন্সীগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেষ্কোর ‘মেমোরি অব দ্য’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ লাভ করায় মুন্সীগঞ্জের মিরকাদিমে আলোচনা সভা ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় জেলার মিরকাদিম পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ। এ সময় ব্যানার ফেস্টুন হাতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক, সাংস্কৃতিক কর্মী, উন্নয়ন কর্মী, সুশীল সমাজের সুধিজনেরা সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেন। র্যালী শেষে বিভিন্ন স্কুলের ছাত্রী ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পৌরসভার সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর সভার মেয়র, শহিদুল ইসলাম শাহীন,হাতিমারা পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কামাল উদ্দিন আহমেদ, আবু তাহের,আবদুল মজিদ,হারুঅর রসিদ,মাসুদ ফকির খোকন প্রমুখ