আগামী ২৫ জানুয়ারী কক্সবাজারে অনুষ্ঠিতব্য ৭ম হিফজুল কুরআন প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে বাছাইয়ের সিডিউল ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রাম ব্যুরো
আয়োজক সংগঠন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, কক্সবাজার জেলার শাখা প্রকাশ করেছে।
সিডিউল নিম্নরূপ:
২ ডিসেম্বর পেকুয়া, স্থান- উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ। ১৪ ডিসেম্বর মহেশখালী, স্থান- নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। ১৮ ডিসেম্বর টেকনাফ, স্থান- হ্নীলা লেদা মাদরাসা ইবনে আব্বাস। ২১ ডিসেম্বর চকরিয়া, স্থান- পৌরসভার মাদরাসা এমদাদুল উলুম মহিউস সুন্নাহ। ২৫ ডিসেম্বর কক্সবাজার সদর উপজেলা, স্থান- ওয়াপদা তাজবীদুল কুরআন হাফেজিয়া মাদরাসা। ২৬ ডিসেম্বর রামু, স্থান- রামু জামিয়াতুল উলুম মাদরাসা। ২৮ ডিসেম্বর উখিয়া উপজেলা, স্থান- থাইনখালী মাদরাসা দারুদ তাহজীব। ২ জানুয়ারী ঈদগাঁও সাংগঠনিক উপজেলা, স্থান- মাদরাসা আশরাফিয়া তাহফিজুল কুরআন। ৪ জানুয়ারী কুতুবদিয়া উপজেলা, স্থান- দরবার শরীফ হিফজখানা।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ ইউনুছ ফরাজি জানান, উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জনকে ‘ইয়েসকার্ড’ দেয়া হবে। তারা জেলা পর্যায়ে ২৫ জানুয়ারী চূড়ান্ত বাছাইয়ে অংশ গ্রহণ করবে। জেলা পর্যায়ে ‘ইয়েসকার্ড’ প্রাপ্ত ১৫ জন বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবে।
উল্লেখ্য, ‘কক্সবাজার জেলা ৭ম হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০১৮’ আগামী ২৫ জানুয়ারী কক্সবাজার বিয়াম অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতাকে সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ ইউনুছ ফরাজি, সাধারণ সম্পাদক এডভোকেট হাফেজ মাওলানা রিদওয়ানুল কবির এবং প্রতিযোগিতা বাস্তবায়ন সাব কমিটির সদস্য সচিব হাফেজ মাওলানা জামালুদ্দীন তাহহীদ।