জয়পুরহাটে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের জয়লাভ
জয়পুরহাট আক্কেলপুর প্রতিনিধিঃ নিরেন দাস।
জয়পুরহাট জেলা বার আইনজীবী সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের আইনজীবী প্রার্থীরা।
২৫ শে নভেম্বর শনিবার জয়পুরহাট জেলা বার আইনজীবী সমিতির নির্বাচনে ১১ সদস্যের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ৮ টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে আর বাঁকি তিনটি মাত্র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জয়ী হওয়ায় আওয়ামীলীগের নেতাকর্মীরা হতাশ।
জয়পুরহাট জেলা বার আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রেজাউল করিম জানান, ২৫ শে নভেম্বর রোজ শনিবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোটদান চলে পরে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয় যে ফলাফলে বিএনপি প্যানেলের জয়ী সংখ্যায় বেশি।
উক্ত নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি পদে (১) অ্যাড:- রফিকুল ইসলাম তালুকদার তরুণ (২) সহ-সভাপতি পদে অ্যাড:- তাহের সরদার (৩) সাধারণ সম্পাদক পদে অ্যাড:- শাহানুর রহমান শাহিন (৪) যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাড:- এ কে এম মজিবুর রহমান (৫) অর্থ সম্পাদক পদে অ্যাড:- আবু হেনা মোঃ মুজাহেদুল ইসলাম রাজু (৬) নিরীক্ষা সম্পাদক পদে অ্যাড:- মোজাহেদ আলী দেওয়ান (৭) সদস্য পদে অ্যাড:- রিনাত ফেরদৌসী রিনি (৮) অ্যাড:- এ.কে.এম আবু সুফিয়ান। ভোটদের ভোটে নির্বাচিত হয়েছেন।
আর আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে বাঁকি যে তিনজন নির্বাচিত হয়েছে তারা হলেন- (১) প্রচার ও গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাড:- নিগার সুলতানা রিক্তা (২) আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড:- মামুন কবির লাবু (৩) সদস্য পদে অ্যাড:-মানিক হোসেন।
উক্ত নির্বাচনে বিএনপির প্যানেলের জয়লাভে সাধারণ জনগণের মাঝে চলছে নানা কৌতূহল
সাথে জয়পুরহাট জেলার বিএনপির তৃনমূল থেকে উচ্চপর্যায়ের নেতাকর্মীদের মুখে আনন্দের হাসি ফুঁটে উঠেছে।