LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ বৃহস্পতিবার| ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

মুন্সীগঞ্জে শিক্ষার্থীসহ ব্যবসায়ীদের সন্তানদের অপহরণের পর মুক্তিপণ আদায় করার ঘটনায় তৎপর একটি সংঘবদ্ধ চক্র।



মোঃ‌লিটন মাহমুদ  মুন্সীগন্জ থে‌কে 
মুন্সীগঞ্জে শিক্ষার্থীসহ ব্যবসায়ীদের সন্তানদের অপহরণের পর মুক্তিপণ আদায় করার ঘটনায় তৎপর একটি সংঘবদ্ধ চক্র। গত পাঁচ মাসের ব্যবধানে চক্রটি ৫টি অপহরণ ঘটনার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় অপহরণ আতঙ্কে ভুগছে মুন্সীগঞ্জবাসী। সর্বশেষ গত ২০ নভেম্বর কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ১০ হাজার টাকা মুক্তিপণ আদায় মামলায় তিন অপহরণকারী গ্রেফতার হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের খালইষ্ট এলাকা থেকে জয় ও বাবু নামের দুই অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ২০ নভেম্বর রাতে শহরের দক্ষিণ কোটগাঁও এলাকা থেকে মমিন নামের এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, কলেজ শিক্ষার্থী অপহরণ মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ করতে দাখিল করা রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সদর থানার এসআই মো. সাচ্চু মিয়া সমকালকে জানান, গ্রেফতাররা কলেজ শিক্ষার্থী ছাড়াও আরও অপহরণ ঘটনার সঙ্গে জড়িত কি-না রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলেই তা নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ও অপহূতের পরিবার সূত্রে জানা গেছে, ময়মনসিংহে বাড়ি হলেও মুন্সীগঞ্জে ভাড়া বাসায় থেকে আবু রাহাত মিশু সরকারি হরগঙ্গা কলেজে অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করছিলেন। এর মধ্যে গত ২০ নভেম্বর দুপুরে সংঘবদ্ধ চক্রটি রাহাতকে অপহরণ করে তার পরিবারের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এতে কলেজ শিক্ষার্থীর বৃদ্ধা মা ময়মনসিংহ থেকে বিকাশ নম্বরে ১০ হাজার টাকা পাঠালে শিক্ষার্থী আবু রাহাত মিশুকে ছেড়ে দেয় অপহরণকারীরা। এ খবর পেয়ে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএমের নির্দেশে ওই দিন রাতেই মো. মমিন নামের এক অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় কলেজ শিক্ষার্থী আবু রাহাত বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে রুজু করা অপহরণ মামলায় বৃহস্পতিবার খালইষ্ট এলাকা থেকে বাবু ও জয়কে গ্রেফতার করা হয়।

অন্যদিকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাবা শাহীন রেজা কাজল সমকালকে জানান, গত ২০ সেপ্টেম্বর শহরের খালইষ্ট এলাকায় তার ছেলে মাহিনসহ অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থীকে আটকের পর অপহরণচেষ্টার সঙ্গে গ্রেফতার বাবু ও জয় জড়িত। অপহরণচেষ্টার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর আবেদন ও থানায় জিডি করা হয়। অভিযুক্তদের মধ্যে পুলিশের এক এএসআই যুক্ত থাকায় তাকে কর্মস্থল থেকে ক্লোজড এবং অপর দু’জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া গত দুই মাসেও মামলা নথিভুক্ত না করা এবং বাবু ও জয়ের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তারা কলেজ শিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের সাহস পায়।

শাহীন রেজা কাজল আরও জানান, এ চক্রটি আরও দুটি অপহরণের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে শহরের ইদ্রাকপুর এলাকার বলহরি নামের এক ব্যবসায়ীর ছেলে রণজিতকে ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে উদ্ধার করা হয়। একই এলাকার নিরঞ্জন দাসের ছেলে অন্তরকে অপহরণের পর সোনারগাঁ থানা থেকে উদ্ধার করা হয়।

কলেজ শিক্ষার্থীরা জানান, অপহরণ ঘটনার পর থেকে বিভিন্ন জেলা থেকে আগত যেসব শিক্ষার্থী ছাত্রাবাস ও ভাড়া বাসায় থেকে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে অধ্যয়নরত, তাদের মধ্যে এখন অপহরণ আতঙ্ক বিরাজ করছে। অভিভাবকরাও রয়েছেন উদ্বেগ ও উৎকণ্ঠায়। শহরের একাধিক সূত্র জানিয়েছে, গ্রেফতার তিন অপহরণকারীসহ এ চক্রটি দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জে শিক্ষার্থীসহ ব্যবসায়ীদের সন্তানদের অপহরণের পর আটক রেখে মুক্তিপণ আদায় করাসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে।


1