গোপালগঞ্জে ২ দিনের কর্মবিরতিতে সরকারি কলেজের শিক্ষকরা
গোপালগঞ্জ প্রতিনিধি : জাতীয়করণ করা বেসরকারি কলেজের শিক্ষকদের বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত না করার দাবিতে গোপালগঞ্জে দুই দিনের কর্ম বিরতি পালন করছেন সরকারি কলেজের শিক্ষকরা। রোববার সকাল থেকে গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলার সরকারি কলেজের শিক্ষকরা এই কর্ম বিরতি শুরু করেন। এ সময় কলেজ গুলোর অফিস ও শ্রেণি কক্ষের দরজায় তালা লাগানো থাকে। কলেজ গুলোতো কোনো ক্লাস হয়নি। ফলে শিক্ষার্থীরা কলেজে এসে ক্লাস না হওয়ায় বাড়িতে ফিরে যায়।
এদিকে শিক্ষকদের কর্ম বিরতির ফলে রোববার ও আগামীকাল সোমবার অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান, পার্ট-৩) বিশেষ ও স্নাতক কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ কর্ম বিরতি আগামীকাল সোমবারও পালন করবে শিক্ষকরা।
প্রসঙ্গত, সম্প্রতি সরকারি করণ করা উপজেলা পর্যায়ের ২৮৫টি কলেজের শিক্ষকরা যাতে ক্যাডার মর্যাদা না পান সেই দাবিতে রোববার থেকে দুই দিনের কর্ম বিরতি পালন শুরু করে সরকারি কলেজের শিক্ষকরা।