রংপুর সিটি নির্বাচন: একটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করবে ইসি
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে একটি ভোট কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন- ইভিএম ব্যবহার করবে নির্বাচন কমিশন (ইসি)। আর নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত কমিশন সন্তুষ্ট রয়েছে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কেএম নুরুল হুদা ও অন্য চার কমিশনার এই বৈঠকে উপস্থিত ছিলেন। এতে রংপুর সিটি নির্বাচনের সার্বিক পরিস্থিতি ছাড়াও ভোটার দিবস পালন, স্মার্ট বিতরণ, ১০টি আঞ্চলিক অফিসে হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র বিতরণের সিদ্ধান্তসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সিইসি আগামী ৭ ডিসেম্বর রংপুরে মেয়র প্রার্থী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান