গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ফরম ফিলাপের সুযোগ পেলো এসএসসি পরীক্ষার্থীরা
সাভারঃ
আশুলিয়ায় ২৮জন এসএসসি পরীক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চয়তার মূখে এই শিরোনামে ২৩শে নভেম্বর "দৈনিক প্রজন্ম ডট কম", "দৈনিক আমাদের আলোকিত সময়" ও কুইক নিউজ বিডি ডট কমসহ আরো কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ফরম পূরণের সুযোগ পেলো আশুলিয়া দোসাইদ স্কুল এন্ড কলেজের এসএসসির অনিয়মিত ব্যাচের পরীক্ষার্থীরা। রবিবার সকালে তাদেরকে ফরম পূরণের সুযোগ করে দিয়েছেন শিক্ষা-প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
পরীক্ষার্থীরা বলেন, আমরা আজ হারানো জিনিস ফিরে পেয়েছি। আর হারানো জিনিসকে ফিরে পাওয়ার যে অানন্দ তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এজন্য সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই।
প্রধান শিক্ষক জানান, একটু ভূলবোঝা বুজির কারণে এসমস্যা হয়েছিলো। পরে বোর্ডে যোগাযোগ করে তাদের ফরম পূরণের সুযোগ করে দেওয়া হয়েছে। তারা আগামী বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বলে জানান তিনি।