গাংনীতে কনসালটেশন/ ফোকাস গ্রুপ ডিসকাসন সভা অনুষ্ঠিত
এম এ লিংকন,মেহেরপুর: গাংনী পৌর সভায় কনসালটেশন/ ফোকাস গ্রুপ ডিসকার্সন সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মিউনিসিপ্যাল ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন প্রজেক্ট (বিএমডব্লিউএসএসপি)এর সার্বিক তত্বাবধানে এবং টিএ কনসালটেন্ট (বিএমডব্লিউএসএসপি) ডিসকাসন সভা এর আয়োজনে ডিসকাসন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১ টার সময় পৌর সভার ব্যবস্থাপনায় এই ডিসকাসন সভা পৌর সভার হলরুমে অনুষ্ঠিত হয়। মেয়র আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ফোকাস গ্রুপ ডিসকাসন সভায় বক্তব্য রাখেন,মেহেরপুর জনস্বাস্থ’্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল গাফ্ফার,সোস্যাল ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট ইয়ামিনুল হোসেন, মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী তুষার কান্তি প্রামাণিক, গাংনী উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী রাকিব উজ জামান প্রমুখ। এছাড়াও প্যানেল মেয়র-১ ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর নবীর উদ্দীন, প্যানেল মেয়র-২ ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইদুল ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর ফিরোজা খাতুন, রংমালা, ও পারভীনা খাতুন,১ নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ, ৪ নং ওয়ার্ডের আসাল উদ্দীন, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর বাবলু হোসেন, ৭ নং ওয়ার্ডের বদরুল আলম বুদু, ৯ নং ওয়ার্ডের এনামুল হক, উপস্থিত ছিলেন। পৌর সভার ভারপ্রাপ্ত সচিব শামীম রেজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে মতামত ব্যক্ত করেন, গাংনী উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের সমাজ কর্মী ও টিএলসিসির সদস্য মতিয়ার রহমান, ডব্লিউএলসিসি’র সদস্য আসমা খাতুন, সালমা খাতুন মিরা খাতুন, কাজল রেখা প্রমুখ। ডিসকার্সন সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ, টিএলসিসি ও ডব্লিউএলসিসির সদস্যারা তাদের ওয়ার্ডের সমস্যাগুলো তুলে ধরেন।পরে পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন প্রকল্প সম্পর্কে সম্যক ধারণা দেয়া হয়। মেয়র আশরাফুল ইসলাম পৌর সভায় গৃহিত নানা প্রকল্প সম্পর্কে ধারণা দেন।আর্সেনিক মুক্ত নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত স্যনিটেশন সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থা করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে বিভিন্ন ওয়ার্ডের সমস্যাগুলো শুনে মেয়র আশরাফুল ইসলাম সেগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।