জয়পুরহাট জেলায় ২ হাজার ৮৬১ জনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণ
জয়পুরহাট আক্কেলপুর প্রতিনিধিঃ নিরেন দাস।
জয়পুরহাট জেলার শহর সমাজসেবা কার্যালয় পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে এ পর্যন্ত ২ হাজার ৮ শ ৬১ জন অংশ গ্রহণ করেছেন।
এ প্রশিক্ষণে আশার আলো দেখছে বেকার সমাজের যুবক-যুবতীরা।
জয়পুরহাট শহর সমাজসেবা কার্যালয় জানাই কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণে এ পর্যন্ত ২ হাজার ৫ শ ২১ জন বেকার যুবক-যুবতী অংশ গ্রহণ করেন।
এ ছাড়াও ৩ শত ৪০ জন সেলাই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছেন। এদের মধ্যে কম্পিউটারে প্রশিক্ষনে ৬ শত ৫২ জন ও সেলাই প্রশিক্ষণে ৩ শত ১৮ জন যুব নারী রয়েছেন, প্রশিক্ষণ গ্রহণকারী বেকার যুবক ও যুব নারীদের মধ্যে শতকরা ৭০% ভাগ সফল আত্মকর্মী হিসেবে কর্মসংস্থান তৈরিতে সক্ষমও হয়েছে বলে জানান তারা, জয়পুরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সেলিম শাহ, বর্তমান সরকারের ভিশন ২০২১ অনুসারে বেকার যুব মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন সদর সমাজসেবা কার্যালয়।
পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া জানা যে কেউ এ সেলাই প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে আয় বর্ধণমূলক কাজ করতে পারেন বলে জানান, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এএসএম আবু কাওসার রহমান।