বঙ্গবন্ধুর ৭শে মার্চের ভাষন জাতীকে গৌরবান্নত করছে: আকতার হোসেন
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭শে মার্চের ভাষন যেমন করে তৎকালিন স্বাধিনতার পূর্বে সাড়ে সাত কোটি মানুষকে একত্রিত করেছে তেমনী করে স্বাধীনতার ৪৩ বছর পরও সেই ভাষন সারা বিশ্বে বাংলাদেশের মান ও এদেশের জাতীকে গৌরবান্নিত করেছে। গতকাল মানব জমিনকে এক বিশেষ সাক্ষাত কারে চট্টগ্রাম যুবলীগের সক্রীয় নেতা আকতার হোসেন তিনি আরো বলেন ১৯৭১ সালের বঙ্গবন্ধুর ৭শে মার্চের ভাষন ইউনেসকোর আন্তরজাতিক নিবন্ধনে স্থান পাওয়ায় তিনি সরকার ও যাদের আন্তরিকতায় এটা সম্ভব হয়েছে তাদেরকে চট্টগ্রাম যুবলিগের পক্ষথেকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন একটি কুচুক্রিমহল জাতির জনকের এই ভাষনকে কুলুষিত করতে মরিয়া হয়ে উঠেছিল কিন্তু তাদের সব চক্রান্ত ভেস্তে গিয়ে আজ সেই ভাষন ইতিহাসের পাতায় স্বাক্ষি হয়ে গেল। তিনি বলেন বাংলাদেশের যারা স্বাধিনতা দেখেনি তাদেরকে স্বাধিনতার সব জানাতে হলে জাতির জনকের ভাষনকে পাঠ্যপুস্তকের অন্তরভূক্ত করা জরুরী। তিনি বলেন আমরা গর্ভিত জাতি এত স্বল্প সময়ে একজন বঙ্গবন্ধুর নেত্রিত্বে এই দেশ স্বাধিনতা লাভ করে যা বিশ্বে ইতিহাসে বিরল। আমরা গর্ভিত জাতি। তাই তার আদর্শ নিয়ে আমাদের দেশ ও জাতির কল্যানে এগিয়ে আসতে হবে। আজ যে ভাবে বঙ্গকন্যা শেখ হাসিনা দেশের উন্নয়নের দ্বারা ্অব্যাহত বেখেছেন আগামীতে তা বিশ্বে একটি মডেল হিসেবে থাকবে। আমি মনে করি স্বাধীনতার ইতিহাসের মত জাতির জনকের ভাষনের মর্ম সকলের জানা একান্ত জররী।