জয়পুরহাটে সন্তান সহ চার খুনের আসামীর ফাঁশির রায়
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
জয়পুরহাট জেলার চাঞ্চল্যকর ছেলে, শাশুড়ি ও শালিকা সহ চারজন কে হত্যার দায়ে আসামী সুমন হেমরন কে ফাঁসির রায় দিয়েছে জয়পুরহাট দায়রা জজ আদালত।
আজ বুধবার দুপুরে জনাকীর্ন আদালতে জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়। জয়পুরহাট জেলার পাঁচবিবির উপজেলার ভীমপুর গ্রামের ম্যানিয়েল মারান্ডির বাড়িতে প্রায় আট বছর ধরে ঘর জামাই ছিলেন খুনি আসামী সুমন হেমরন। ২০১৫ সালের ২০ জুন শনিবার রাত সাড়ে তিনটার দিকে স্ত্রীর পরকীয়া সন্দেহে স্ত্রী সিলভিয়া মারান্ডির সাথে বিবাদ বাঁধে সুমন হেমরনের।
এক পর্যায়ে সুমন হেমরন ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়ে পুরো পরিবারের কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একে-একে হত্যা করে তার ৬ বছরের শিশু সন্তান সানি হেমরন সহ শাশুড়ি সন্ধ্যা রাণী, শালিকা তেরেজা মারান্ডি ও ফুফা শ্বশুর মারকেলকে।
আর স্ত্রী সিলভিয়া মারান্ডিকে গুরুতর আহত করে। এ ঘটনায় আসামী সুমনের শশুর ম্যানিয়েল মারান্ডি বাদী হয়ে জামাই সুমন হেমরনের বিরুদ্ধে ওই দিনই পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের করেন।এ মামলার সাক্ষী প্রমাণ শেষে বিজ্ঞ আদালত হত্যাকরী সুমন হেমরনের ফাঁশি রায় ঘোষনা করেন।