হিলিতে বিজিবি"র অভিযানে ৬ লক্ষাধিক টাকার ফেন্সিডিল সহ ভারতীয় পণ্য জব্দ
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
দিনাজপুর জেলাধীন হাকিমপুর উপজেলার বাংলা হিলি সীমান্তে ৬ লক্ষ ৬৩ হাজার টাকার ফেন্সিডিল সহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ "বিজিবি" গতকাল ২৮ নভেম্বর ভোরে "বিজিবি"র পৃথক দু’টি দলের অভিযানে এই সব ফেন্সিডিল সহ ভারতীয় শাড়ি ও চাদর জব্দ করেছে বলে জানা যায়।
হিলির বাসুদেবপুর "বিজিবি" ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করে বলেন যে গোপন একটি সংবাদে জানতে পারি একদল চোরাকারবারি ভারতীয় শাড়ি ও চাদর নিয়ে সীমান্ত দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। সংবাদ টি পেয়ে মঙ্গলবার ভোরে বিজিবি"র একটি বিশেষ টহল দল সীমান্তের সাদুরিয়া এলাকায় অভিযান চালালে এসময় চোরাকারবারিরা বিজিবি"র উপস্থিতি টের পেয়ে ৪ টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে উদ্ধারকৃত বস্তা খুলে ভারতীয় ১৪৫ টি চাদর ও ৮০ পিছ উন্নত মানের শাড়ি পাওয়া যায়।
ক্যাম্প কমান্ডার আরো বলেন একই সময়ে বিজিবি"র আর একটি বিশেষ টহল দল হিলি সীমান্তের নন্দিপুর এলাকায় অভিযান চালালে পরিত্যক্ত অবস্থায় ২২৮ টি ফেন্সিডিলের বোতল জব্দ করে। উদ্ধারকৃত ফেন্সিডিল, চাদর ও শাড়ির সর্বমোট হিসাব মূল্য ৬ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।
এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি" দল। আরো জানা যায় অভিযানের উদ্ধারকৃত ফেন্সিডিল গুলি ধ্বংস করার জন্য জয়পুরহাট-২০"বিজিবি" ব্যাটালিয়নে পাঠানো হবে। এছাড়া উদ্ধারকৃত শাড়ি ও চাদর গুলি হিলি সীমান্তের স্থল শুল্কস্টেশনে জমা দেওয়া হবে বলে সর্বশেষ জানা যায়।