গাজীপুরে জেএমবির আত্মঘাতী হামলার ১২ বছর
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে ১২ বছর আগে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় চার আইনজীবীসহ ১০ জন নিহত হন। আহত হন আইনজীবীসহ বিচারপ্রার্থী অনেকে। এখনো বোমার স্প্লিন্টার শরীরে বহন করছেন তারা।
এরইমধ্যে এ মামলায় ১০ জেএমবি সদস্যের ফাঁসির রায় দিয়েছে ঢাকার দ্রুত বিচার আদালত। দায়ী জেএমবি সদস্যদের ফাঁসির রায় দ্রুত কার্যকর দেখতে চান আইনজীবীরা।
২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে গাজীপুরে জেলা আইনজীবী সমিতির হলরুমে জেএমবির আত্মঘাতী হামলায় মারা যান আইনজীবী আমজাদ হোসেন, গোলাম ফারুক, নুরুল হুদা, আনোয়ারুল আজম, বিচারপ্রার্থী পাঁচজন এবং হামলাকারী জেএমবি সদস্য। আহত হন কমপক্ষে ৩০ জন আইনজীবী।
ভয়াবহ সেই হামলায় পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। শরীরে স্প্লিন্টার নিয়ে এখনো পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন আহতরা। সেই ঘটনা মনে করে এখনো শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শী ও আইনজীবীরা।
ঘটনার প্রায় আট বছর পর ২০১৩ সালের ২০ জুন এ মামলায় ১০ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ডের আদেশ দেয় ঢাকার দ্রুত বিচার আদালত-৪।
হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিজেদের পুনর্বাসন ও উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন আহতরা।