শ্রীপুরে জাল দলিল করে নকল নবিশ ও দলিল লেখক বহিস্কার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ‘ভুয়া দাতা সেজে এক কৃষকের ৬ বিগা জমি সাবরেজিস্ট্রি করে নেয়ার অভিযোগে এক নকল নবিশ ও দলিল লেখককে সাময়িক বহিস্কার করা হয়েছে।
বহিস্কারকৃতরা হলেন, শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ মো.আজিজুল হক ও দলিল লেখক মো.রফিকুল ইসলাম। তবে এ ঘটনায় এখন দলিল লেখক প্রতারণার মামলায় কারাগারে রয়েছেন।
গাজীপুর জেলা রেজিস্ট্রার জিয়াউল হক জানান, জাল দলিল করার ঘটনা সংবাদ মাধ্যমে জেনে তাৎক্ষণিক একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সে কমিটির প্রতিবেদনে তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ : চলতি বছরের গত ২১ মে দুইটি জাল দলিল (নম্বর ৭১১৬/১৭ ও ৭১১৭/১৭) এর মাধ্যমে উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলী গ্রামের মৃত মেহের আলীর ছেলে কৃষক মোতালেব মোড়লের ৬ বিগা কৃষি জমি পাশের সোনাব গ্রামের মৃত আবদুল হাইয়ের ছেলে জালাল উদ্দিন ভুয়া দাতা সেজে রাজধানী ঢাকার বাসিন্দা দুই ব্যবসায়ীর কাছে রেজিস্ট্রি করে দেয়। মাওনা চৌরাস্তায় একটি একটি বাড়িতে দলিল দুটি সম্পাদন করে শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো.রফিকুল ইসলাম (সনদ নম্বর-১৪৮)। সেখানে কমিশনের দায়িত্ব পালন করে শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ মো.আজিজুল হক।